Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বিজয় দিবসের সমাবেশে ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা

নিউইয়র্কে বিজয় দিবসের সমাবেশে ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা

নিউইয়র্কে বিজয় দিবসের সমাবেশে ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা

বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকালবেলা নিউইয়র্কে অন্তত: ৫টি স্থানে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্ববৃহৎ সমাবেশটিতে ছিল যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের  সম্বর্ধনা প্রদান। লাল-সবুজের উত্তরীয় পরিয়ে অন্তত: ৩৩ জন মুক্তিযোদ্ধাকে বিপুল করতালির মধ্যে সম্বর্ধনা জ্ঞাপনের এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসের শেফ মহল পার্টি হলে। এতে সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাড় কাঁপানো শীত উপেক্ষা করেও বিপুলভাবে সাড়া দিয়েছেন বলেই আজকের বিজয় সমাবেশ সফল হলো। এ সময় বিশেষ সম্মানীত অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাশেদা হক কনিকা, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চৌধুরী লিটন, হাজী জাফরউল্লাহ, চট্টগ্রাম সমিতির সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা মো: হাবীবুল আলম , নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা মতিউর রহমান, নাজিম উদ্দিন,রুমি আহমেদ ,নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম কলিন্স, ম্যানহাটান আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক চৌধুরী, ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম মাসুম। অসুস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ হাসান, মোহাম্মদ নাজিমউদ্দিন, নাজমুল হক, গোলাম মোস্তফা খান মিরাজের দ্রুত আরোগ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ইমাম কাজী কায়্যুমের নেতৃত্বে।ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর পরিচালনায় বিশেষ সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আবুল বাশার চুন্নু, আব্দুর রহমান, গুলজার হোসেন, আশরাফুল হক চৌধুরী, আশরাফ আলী, এম এ হাসান, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, ইমদাদুল হক, মোজাম্মেল হক, প্রাণ গোপাল কুন্ডু, হেলাল মজিদ, নূরল ইসলাম মিয়া, জাহিদ হোসেন, হাসান মাহমুদ, আবুল বাশার ভূইয়া, ড. প্রদীপ কর প্রমুখ।
বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সবিতা দাস, ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি এবং আন্তর্জাতিক সম্পাদক শাকিলা রুনার সম্মিলিত নেতৃত্বে বিজয়ের গান পরিবেশনের আগে বাংলাদেশের জাতীয় সঙ্গিত পরিবেশিত হয় উপস্থিত সকলের অংশগ্রহণে।

এ ছাড়াও বিজয় দিবস আলোকে বক্তব্য রাখেন এবং সম্মাননা জ্ঞাপন পর্বে অংশ নেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম ইরান, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, সাংগঠনিক সম্পাদক-মো. আলমগীর কবির, তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক-নুরুন্নাহার খান নিশা, আন্তর্জাতিক সম্পাদক শাকিলা রুনা, শিক্ষা সম্পাদক মোর্শেদ খান বদরুল, নির্বাহী সদস্য সবিতা দাস, আবু তাহের রহমান, মো. রুহুল আজাদ রাশেদ, নুরল আবসার এবং মুক্তার হোসেন।
একইসময়ে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় তাজমহল পা্ির্ট হলে শেখ কামাল স্মৃতি পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের উদ্যোগে পানশি পার্টি হলে বিজয় দিবসের সমাবেশ হয় বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert